রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ককটেল বিস্ফোরণ ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা খাবার খাচ্ছিলাম। হঠাৎ করেই ককটেল বিস্ফোরণ ঘটে। এরপরই আমরা দৌড়ে আশপাশে আশ্রয় নিই। পরে এসে দেখি ধোঁয়া উড়ছে।’
এর আগে, বুধবার (১২ নভেম্বর) রাত প্রায় ৯টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রো স্টেশনের নিচে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, ককটেলগুলো সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে নিক্ষেপ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে কেউ রাস্তায় দুইটি ককটেল নিক্ষেপ করেন। তবে নিক্ষেপকারীর পরিচয় জানা যায়নি এবং তাকে ধরাও সম্ভব হয়নি।
ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।


