গাজীপুরের টঙ্গী এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিক-উল-আলম। টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু জানান, টঙ্গীর বড় দেওড়া এলাকায় মায়ের দোয়া প্লাস্টিক ও আউচপাড়া এলাকায় মারফত এন্টারপ্রাইজ নামের দুটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে মোট তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা বা সাজা দেওয়া সম্ভব হয়নি। পরে কারখানা দুটির বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়াও, বড় দেওড়ার সিংবাড়ী রোডের আল আরাফ নামে সুতার কারখানায় অভিযান পরিচালিত হয়। এ সময় কারখানায় ইটিপি না থাকার কারণে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখায় মামলার জন্য প্রেরণ করা হয়েছে। অভিযানের সময় প্রতিটি কারখানায় ডেসকো কর্তৃক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করে মিটার জব্দ করা হয়।
আপনার মতামত লিখুন :