ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সা ম্প্র তি ক

চ্যাটজিপিটিকে ছাড়িয়ে গেল সোরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০১:০১ এএম

জনপ্রিয়তায় চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে গেল ওপেনএআইয়ের ভিডিও তৈরির অ্যাপ সোরা। লেখা থেকে ভিডিও তৈরি করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘সোরা’ অ্যাপ উন্মুক্তের পাঁচ দিনেরও কম সময়ে ১০ লাখবারের বেশি ডাউনলোড হয়েছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, নিজেদের তৈরি জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির তুলনায় কম সময়ে সোরা অ্যাপ এই মাইলফলক স্পর্শ করেছে। সোরা অ্যাপটি এখনো যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে শীর্ষস্থান দখল করে আছে। সোরা অ্যাপ ব্যবহারকারীর দেওয়া সংক্ষিপ্ত নির্দেশনা বা প্রম্পট থেকে সর্বোচ্চ ১০ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে পারে। আর তাই ব্যবহারকারীদের কাছে অ্যাপটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।

বাজারের আসার পরপরই জনপ্রিয়তা পেলেও সোরা অ্যাপ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। মেধাস্বত্ব আইন লঙ্ঘনের পাশাপাশি প্রয়াত জনপ্রিয় ব্যক্তিদের চেহারা বা রূপ ব্যবহার করে ভিডিও তৈরির সুযোগ থাকায় সোরা অ্যাপকে নিয়ে  তীব্র সমালোচনা হচ্ছে অনলাইনে। অ্যাপটি ব্যবহার করে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সহজেই শেয়ার করা যায়। ফলে টিকটক, এক্স ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে সোরায় তৈরি ভিডিও পোস্ট করছেন ব্যবহারকারীরা। এর মধ্যে কিছু ভিডিওতে প্রয়াত সংগীতশিল্পী মাইকেল জ্যাকসন ও টুপাক শাকুরের মতো তারকাদের কৃত্রিম ভিডিও রয়েছে।

হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করুন ফেসবুক লিংক

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন নিজেদের প্রোফাইলে সরাসরি ফেসবুক অ্যাকাউন্টের লিংক যুক্ত করতে পারবেন। আপাতত সুবিধাটি পরীক্ষামূলকভাবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ বেটা সংস্করণে চালু করা হয়েছে। বেটা সংস্করণের ফিচারটি প্রথম শনাক্ত করেছে ওয়াবেটাইনফো নামের ফিচার ট্র্যাকার ওয়েবসাইট। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড ২.২৫.২৯.১৬ সংস্করণে হালনাগাদের পর কিছু পরীক্ষক নতুন এ সুবিধা দেখতে পাচ্ছেন। তবে একটি প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ বেটা সংস্করণে আপডেট করার পরও ফিচারটি তারা পায়নি। ধারণা করা হচ্ছে, এটি ধীরে ধীরে বেটা ব্যবহারকারীদের মধ্যে চালু হচ্ছে। ফিচারটি সক্রিয় হলে ব্যবহারকারীরা প্রোফাইলে নিজেদের ফেসবুক লিংক যুক্ত করতে পারবেন। এতে অন্যরা সহজেই ওই লিংকে গিয়ে ফেসবুকে যুক্ত হতে পারবেন। এ ছাড়া ব্যবহারকারীরা প্রাইভেসি নিয়ন্ত্রণের মাধ্যমে নির্ধারণ করতে পারবেন, কারা তাদের ফেসবুক লিংক দেখতে পাবে। সেটিংস মেনুর ‘প্রাইভেসি’ অপশনের লিংকস থেকে এটি নিয়ন্ত্রণ করা যাবে। এর আগে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক যোগের সুযোগ চালু করা হয়েছিল। এ ছাড়া মেটার অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ফেসবুকে ইনস্টাগ্রামের লিংক ইনস্টাগ্রামে ফেসবুকের লিংক যুক্ত করা যায়।

নতুন চেহারায় চালু হচ্ছে ইউটিউব

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করতে ভিডিও দেখার পর্দা বা প্লেয়ারের চেহারা ও ফিচারে পরিবর্তন আনছে ইউটিউব। নতুন সংস্করণের প্ল্যাটফর্মটি সবাই ব্যবহার করতে পারবেন। নতুন ফিচার ও চেহারার বিভিন্ন পরিবর্তনের মধ্যে থাকবে নতুন ডিজাইন, সহজ নিয়ন্ত্রণ, বা এমন ফিচার যা ব্যবহারকারীদের সুবিধা বাড়াবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। ইউটিউবের প্রধান আপডেট চোখে পড়বে নতুনভাবে ডিজাইন করা ভিডিও প্লেয়ারের চেহারায়। নতুন চেহারায় আইকন ও বিভিন্ন বাটন এমনভাবে সাজানো হয়েছে, যাতে এগুলোর কারণে ভিডিওর অংশ কম ঢেকে যায় এবং ব্যবহারকারীর দেখার অভিজ্ঞতা আরও স্পষ্ট করে। 

ইউটিউবের এ নতুন ডিজাইন দেখা যাবে মোবাইল, ওয়েব ও টিভি থেকে শুরু করে সব ধরনের ডিভাইসে। কিছু ব্যবহারকারী প্রায় এক মাস আগেই এ ফিচারটি পেয়েছিলেন। ফলে সবার জন্য এটি পুরোপুরি নতুন নাও হতে পারে। বিভিন্ন মোবাইলে থাকা ট্যাবের মধ্যে পরিবর্তনের ধরন বা অ্যানিমেশনও উন্নত করেছে ইউটিউব। ইউটিউবের ‘কমেন্ট’-এ যারা অনেক সময় কাটান তাদের জন্য নতুনভাবে ‘থ্রেডেড রিপ্লাই’ সিস্টেম চালু করছে প্ল্যাটফর্মটি। এতে করে উত্তরের বিভিন্ন আলাপ আরও গোছানোভাবে দেখা যাবে, যাতে ব্যবহারকারীদের পড়া ও বোঝা সহজ হয়। ইউটিউব বলেছে, এসব পরিবর্তনের লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীদের ‘রিপ্লাই অংশে আরও মনোযোগী ও স্পষ্ট পড়ার অভিজ্ঞতা দেওয়া’। এসব ভিডিও প্লেলিস্টে বা ‘ওয়াচ লেটার’ তালিকায় যোগের প্রক্রিয়াটিও সহজ ও মসৃণ করেছে ইউটিউব, যেটি দেখতে এখন আরও সুন্দর ও ব্যবহারবান্ধব বলে দাবি ইউটিউবের। কিছু ভিডিওর ক্ষেত্রে যখন কেউ লাইক বাটনে ক্লিক করবেন তখন নতুন অ্যানিমেশন ইফেক্টও দেখা যাবে। এসব ঝলমলে দৃশ্য প্রথমে মিউজিক ও স্পোর্টস ভিডিওতে দেখা যেতে পারে।