ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

টিপস

ফোন রিস্টার্ট দিয়েছেন তো?

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০১:০৫ এএম

ফোন রিস্টার্ট মানে হচ্ছে সেটিকে পুরোপুরি বন্ধ করে আবার চালু করা। এতে ফোনের র‌্যাম পরিষ্কার হয়, ব্যাকগ্রাউন্ডে চলমান অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ হয়ে যায় এবং অপারেটিং সিস্টেম নতুনভাবে শুরু হয়। একে বলা যায় ফোনের জন্য এক ধরনের ‘রিফ্রেশ’।

য়রিস্টার্ট করলে ফোনের গতি বাড়ে। যদি ফোন স্লো হয়ে যায় বা অ্যাপ চালু হতে সময় নেয়, তাহলে রিস্টার্ট করে দেখুন। অপ্রয়োজনীয় প্রসেস বন্ধ হয়ে গেলে ফোন আগের মতো দ্রুত কাজ করতে শুরু করে। য়পেছনে চলা অপ্রয়োজনীয় অ্যাপ বা সফটওয়্যার বাগের কারণে ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়। রিস্টার্ট করলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় এবং ব্যাটারির আয়ু বাড়ে।

  • কোনো অ্যাপ আচমকা বন্ধ হয়ে যাওয়া বা হ্যাং করা ফোনের একটা সাধারণ সমস্যা। রিস্টার্ট করলে এই সমস্যা অনেক সময়ই দূর হয়ে যায়।
  • কল ড্রপ, মোবাইল ডেটা না চলা বা সিম না ধরা এমন সমস্যা হলে রিস্টার্ট করলে ফোন নতুন করে নেটওয়ার্ক ধরে এবং সমস্যা মিটে যায়।
  • দীর্ঘক্ষণ ফোন ব্যবহার বা চার্জ দেওয়ার পর গরম হয়ে গেলে রিস্টার্ট করলে ডিভাইস ঠান্ডা হয় এবং প্রসেসর রিল্যাক্স পায়।

বিশেষজ্ঞদের মতে সপ্তাহে অন্তত ১ বার ফোন রিস্টার্ট করা উচিত।

যেসব ভুল এড়িয়ে চলবেন

  • রিস্টার্টের পরিবর্তে ফ্যাক্টরি রিসেট করবেন না। এতে সব ডেটা মুছে যেতে পারে।
  • প্রতিদিন বারবার রিস্টার্ট করাও উচিত নয়। এতে হার্ডওয়্যারের ওপর অতিরিক্ত চাপ পড়ে।
  • নিয়মিত সফটওয়্যার আপডেট দিন। এতে ফোনের সিস্টেম আরও স্থিতিশীল হয় এবং রিস্টার্টের প্রয়োজন কমে।