সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকে (৩৩) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল বাজারসংলগ্ন তার নিজ বাড়িতে এ হত্যাকা- ঘটে। নিহত শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে। একই সঙ্গে ইউনিয়ন য্বুদলের যুগ্মআহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিল।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১১টায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শামীমের গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি বলেন, ‘শামীম অনেকদিন ধরে তার পরিবার নিয়ে ডুমুরিয়ার আঠারোমাইলে বসবাস করছিলেন। তাই তার ব্যক্তিগত বিষয় সম্পর্কে আমি তেমন কিছু জানি না। গতকাল রাতে শুনি তাকে হত্যা করা হয়েছে’।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে’।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন