গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশিল্পের শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এএ এয়াং মিলস লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভ ঘিরে সংঘর্ষে নারী শ্রমিকসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
শ্রমিকেরা জানান, চলতি মাসসহ দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল ১০টার দিকে তারা কারখানার ভেতরে অবস্থান নেন। পরে বেলা সোয়া ১১টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে এক নারী শ্রমিক গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় ক্লিনিক ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর দুপুর সোয়া ১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বেলা পৌনে ৩টার দিকে শ্রমিকেরা আবারও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
একজন শ্রমিক বলেন, ‘দুই মাস ধরে বেতন দিচ্ছে না। বাজারে দেনা বাড়ছে, ঘরে খাবার নেই। বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।’
শিল্প পুলিশের শ্রীপুর সাবজোন ইনচার্জ আবদুল লতিফ খান বলেন, ‘শ্রমিকেরা হঠাৎ সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল ব্যাহত হয়। আমরা শুরু থেকেই পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি। পরে আলোচনা করে শ্রমিকদের সড়ক থেকে সরানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা চলছে।’