ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ ও ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০১:১৭ এএম

স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি মেনে না নিলে ১৬ নভেম্বর ‘মার্চ টু সচিবালয়’ এবং সোমবারে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১৭ দিনের অবস্থান কর্মসূচি চলাকালে এ ঘোষণা দেন তারা। শিক্ষক-কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করেও তারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাদানের মাধ্যমে শতভাগ শিক্ষানীতি বাস্তবায়নে কাজ করছে। তবুও সরকার তাদের প্রত্যাশিত দাবি উপেক্ষা করছে।

এ সময় অবিলম্বে স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

শিক্ষকরা জানান, ২০১৯ সালের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির জন্য প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন গ্রহণ শুরু করে। মোট ২,৭৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করলেও যাচাই-বাছাই শেষে ১,৭৭২টি প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত করা হয়।

তারা অভিযোগ করেন, বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯-এর আলোকে আন্তঃমন্ত্রণালয়ে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করা হলেও প্রক্রিয়াটি চলছে অত্যন্ত ধীরগতিতে। ইতোপূর্বে স্বীকৃতি পাওয়া ৫৭টি বিদ্যালয় এবং আবেদনকৃত ১,৭৭২টি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা একাধিকবার আন্দোলন করলেও কর্তৃপক্ষ শুধু মৌখিক আশ্বাস দিয়েছে।