ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

নৌবাহিনী ও বিমানবাহিনীকেও  নির্বাচনে কাজে লাগানো হবে 

সিলেট ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৭:৫৯ এএম
স্বরাষ্ট্র উপদেষ্টা 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীকেও কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।  

গতকাল সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন ও পাসপোর্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের ক্ষেত্রে আনসারের ভূমিকা সবচেয়ে বেশি। প্রতিটি কেন্দ্রে ১০ জন আনসার থাকেন। এবার ১২ জন থাকবেন। প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য একজন আনসার থাকবেন। প্রতি কেন্দ্রে পুলিশ থাকবেন দুই বা তিনজন করে। সেনাবাহিনীর মোবাইল টিম থাকবে, বিজিবি, র‌্যাব, এপিবিএন সবাই থাকবে। শুধু সেনাবাহিনী নয়, এবার নৌবাহিনী ও বিমানবাহিনীকেও কাজে লাগানো হবে।

গণ অধিকার পরিষদের নেতা নুরুল হকের ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুরুল হকের ওপর আক্রমণ দুর্ভাগ্যজনক। তিনি জাতীয় পর্যায়ের নেতা। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আল্লাহর কাছে দোয়া করি।

দেশের বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার পড়ে না। যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন, তারা খুবই যোগ্য এবং ছাত্ররাও তাদের মেনে চলেন। আমরা মনে হয়, ছোটখাটো যে সমস্যা আছে, আমাদের শিক্ষক ও ছাত্ররা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবেন। আমাদের পরিবারেও ছোটখাটো সমস্যা হয়, সেটি আমাদের মুরব্বিরা বসে সমাধান করেন।’

সম্প্রতি সিলেটের সীমান্ত এলাকায় অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খোয়া যাওয়া অস্ত্র প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সীমান্তে অস্ত্রের ঝনঝনানি নেই। উদ্ধার হয়ে গেছে। 

এ সময় তিনি অস্ত্রের সন্ধান থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান। তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ঘটনার সঙ্গে অন্য কোনো পক্ষের ইন্ধন আছে কি না, সেটি তদন্ত করলে বোঝা যাবে। আরেকটি বিষয় হলো আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা ধৈর্য ধরলে অনেক সমস্যা সমাধান হবে বলে আশা করি।’

সাদাপাথর লুটসংক্রান্ত দুদকের প্রতিবেদন সম্পর্কে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘তদন্তের বিষয়টি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। তারা প্রতিবেদন দিলে পরবর্তী সময়ে আমরা জানতে পারব। সাদাপাথর লুটের ক্ষেত্রে যারাই দোষী প্রমাণিত হবেন, তাদের আইনের আওতায় আনা হবে।’