বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছর ১৯ জুলাই মিরপুর আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান হত্যা মামলায় সালমান এফ রহমানসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যরা হলেনÑ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং আওয়ামী লীগ নেতা ও ঢাকার কাফরুল থানা শাখার সভাপতি জসিম উদ্দিন মোল্লা।
মামলার তদন্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলামের আবেদনে অভিযুক্তদের গতকাল সোমবার আদালতে হাজির করার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এই আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, শিক্ষার্থী মাহফুজুর রহমান গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০-এ একটি শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। ওই দিন বিকেলে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা গুলি চালায়। এ সময় মাহফুজুর রহমানের ডান কানের পাশে একটি গুলি লাগে এবং মাথার অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই মাহফুজুর রহমানের মৃত্যু হয়। পরবর্তীতে এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।