ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

টাকা দিয়ে ঢাকায় ঝটিকা মিছিল আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:৫১ পিএম

রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অর্থায়নকারী, অংশগ্রহণকারী জামালসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

গ্রেপ্তাররা হলেনÑ আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহচর, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. কামাল হোসেন (৪৮), কদমতলী ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী মনির হোসেন (৪৬), আওয়ামী লীগ কর্মী জামাল হোসেন (৪০), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. রনি (৩৫), নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪) ও ১ নম্বর গাজীপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা সাবেক ইউপি সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার রাত ১০টায় বেইলি রোড থেকে কামাল হোসেন এবং রাত সাড়ে ১০টায় জুরাইন এলাকা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। 

একই রাত সাড়ে ১১টায় ধানমন্ডি ১০/এ রোড এলাকা থেকে আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। রোববার সন্ধ্যায় মো. রনিকে চকবাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। অপরদিকে রাত পৌনে ১১টায় একই স্থান থেকে মোহাম্মদ হাবিবুর রহমান গাজীকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের টিম।