ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ঢামেকে পুনরায় চালু হলো  বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ১১:২৬ পিএম

মহামারি কোভিডের সময়ে বন্ধ থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট আধুনিকায়ন ও পুনরায় চালু করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনকালে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কোভিড শুরুর পর থেকে ঢাকা মেডিকেলের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের যে অবকাঠামো ছিল, তা ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যক্রম চেঞ্জ হয়ে যায়। তারপর থেকে বন্ধ থাকে। এরপর ২০২৩ সালে চালু করার চেষ্টা করা হলেও বিভিন্ন কারণে সম্ভব হয়নি। 

তিনি আরও বলেন, ‘এটি ব্যয়বহুল চিকিৎসা, সরকারের পক্ষ থেকে আমরা একটা ফান্ড দিয়েছি। রোগীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যাদের সামর্থ্য আছে, তারা সুযোগটা নেবেন না। যাদের সামর্থ্য নেই, তারাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুযোগটা নেবেন।’

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, এটা আন্তর্জাতিক মানের বিএমটি ইউনিট। এখানে সব ধরেনের ল্যাব ফ্যাসিলিটিজ আছে এবং আমাদের দেশের দুই জায়গা চট্টগ্রাম ও স্যার সলিমুল্লাহে দুজন দীর্ঘমেয়াদি প্রশিক্ষক আছেন। সেই দুই প্রশিক্ষিত হেমাটোলোজিস্টের তত্ত্বাবধানে এবং ঢাকা মেডিকেলে একজন আছেন, তাদের দ্বারা এটি চলবে।

তিনি বলেন, বাংলাদেশে সরকারে কর্মরত হেমাটোলজিস্টদের মধ্যে বিএমটি ট্রেইনি যারা আছেন, তাদের সবাইকে একত্রিত করে এই সেন্টার চালু করা হয়েছে। আমরা আশা করি, এটি একটি টেকনিক্যাল বডি হিসেবে কাজ করবে। এখানে বর্তমানে পাঁচজন ভর্তি আছে। আশা করি, এক থেকে দুই সপ্তাহের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট হয়ে যাবে। আগামী এক বছরের মধ্যে দেশের সর্বোচ্চ বিএমটি এখানে হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আসাদুজ্জামান, উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম, সহকারী পরিচালক ডা. মো. আব্দুর রহমান প্রমুখ।