ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে ১০৮ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। গতকাল বৃহস্পতিবার তোপখানা রোডে ফারইস্ট টাওয়ার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই তালিকা ঘোষণা করেন। দ্বিতীয় পর্যায়ের তালিকা প্রকাশিত হবে আাগামী মাসে।
প্রথম পর্যায়ের তালিকায় পার্টির শীর্ষ নেতাদের মধ্যে আছেনÑ ফেনী-৪ আসনে মজিবুর রহমান মঞ্জু, বরিশাল-৩ আসনে আসাদুজ্জামান ফুয়াদ, পটুয়াখালী-১ আসনে আব্দুল ওহাব মিনার, ঢাকা-২০ আসনে হেলাল উদ্দিন আহাম্মদ, চট্টগ্রাম-৫ আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-৮ আসনে গোলাম ফারুক, ঢাকা-১০ আসনে নাসরীন সুলতানা মিলি, ঢাকা-১৭ ফারাহ নাছ সাত্তার প্রমুখ রয়েছেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আজকে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করা হলো। এই ঘোষণার পর নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। এককভাবে নির্বাচন করলে আরও একটি চূড়ান্ত তালিকা আমরা করব। এই প্রাথমিক তালিকায় মনোনীতদের কার্যক্রম দেখার জন্য একটি কমিটি করা হবে। তারা দেখবে কীভাবে প্রার্থীরা কাজ করছেন, জনগণের কাছে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘আমি আজকে অত্যন্ত আনন্দের সাথে বলছি, যেদিন ১০০ প্রার্থীর তালিকা প্রকাশের সিদ্ধান্ত জানিয়ে সংবাদপত্রে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি, তার পর থেকে এ পর্যন্ত কয়েকশ টেলিফোন পেয়েছি। অনেকেই আমাদের দলের মাধ্যমে নির্বাচন করতে চান। আমরা তাদের বলেছি, এটা আমাদের প্রাথমিক তালিকা। আমাদের আরও ২০০ আসনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করার পথ খোলা আছে। সুতরাং, এটা আমাদের জন্য আনন্দের যে, এবি পার্টি একটি দল, এই দলে প্রতিদিন লোকজন যুক্ত হচ্ছে, প্রতিদিনই আমরা নানাভাবে সমৃদ্ধ হচ্ছি।’
আমার বাংলাদেশ (এবি) পার্টি ২০২০ সালের ২ মে আত্মপ্রকাশ করে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারÑ এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকারভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি যাত্রা শুরু করে। ২০২৪ সালে এবি পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র চেয়ারম্যান আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, দিদারুল আলম, হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।