ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বললেন জামায়াত আমির

সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়, এটা লজ্জার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ১২:১৪ এএম

জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামার বিষয়টিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে ঢাকা-১৫ সংসদীয় আসনের এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জামায়াতের আমির বলেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহিদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার। ইন্টেরিম সরকারের ব্যর্থতা জুলাই শহিদ পরিবার ও আহত ব্যক্তিদের রাস্তায় নামতে বাধ্য করেছে।

জামায়াত আমির বলেন, ‘আগে তারা জালিমের হাতে মার খেয়েছে, আজ যদি আবার ইন্টেরিম সরকারের হাতে মার খায়Ñ এই লজ্জা আমরা কোথায় রাখব?’ সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা আর তাদের রাস্তায় দেখতে চাই না। আরও অনেকে দাবি-দাওয়া মেনে নিয়েছেন। অনেকের দাবি-দাওয়া আর জুলাই যোদ্ধাদের দাবি-দাওয়া এক না। এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে।’

জামায়াত দীর্ঘ সময় ধরে নির্যাতিত হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের জনতা সাক্ষী, আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজ দল হিসেবে কুপরিচিতি লাভ করেনি। বরং নিরীহ জনগণের পাশে, ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে, ফুটপাতের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে, চাঁদাবাজদের হাতে আহত হয়েছে। এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। আমরা তো সরকারের কেউ না। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। কিন্তু এই সরকার কিছুই করতে পারেনি।’