গাজীপুরের শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ শরীফ আহমেদ (৩৫) নামের এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শরীফ আহমেদ (৩৫) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুন গ্রামের মৃত মইজুদ্দিনের ছেলে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার একটি টহল টিম বরমী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, ওই সময় শ্রীপুর থানার একটি টহল দল বরমী বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় খবর আসে যে, উপজেলার নান্দিয়াসাঙ্গুন গ্রামের শরীফ আহমেদ নামের এক ব্যক্তি নিজ বাড়িতে বিদেশি পিস্তল নিয়ে অবস্থান করছে এবং রাত্রিবেলা কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে।
খবর পেয়ে শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিকের নেতৃত্বে একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। ওসির সঙ্গে ছিলেন থানার উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শকসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী শরীফ আহমেদ পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। তবে তার এক সহযোগী শেখ সরীফ রায়হান সিরাজী ওরফে রাসেল পালিয়ে যায়।
পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার কাছে একটি বিদেশি পিস্তল রয়েছে। তার দেখানো মতো পুলিশ তার বাড়ির মাটির ঘরের উত্তর পাশের কক্ষের কাঠের শোকেজের প্রথম ড্রয়ারের ভেতর থেকে এক রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি সচল বিদেশি পিস্তল উদ্ধার করে।
উদ্ধারকৃত পিস্তলটির দৈর্ঘ্য প্রায় ৮ ইঞ্চি। এর এক পাশে খোদাই করা আছে ‘Ac Made in USA. No-98’ এবং অপর পাশে লেখা ‘7 Round 7.65’। গুলির পেছনে লেখা ‘KF 7.65’। পিস্তলের দুই পাশে পিতলের স্টার চিহ্ন রয়েছে। ম্যাগাজিনটি স্টেইনলেস স্টিলের তৈরি, দৈর্ঘ্য প্রায় ৪ ইঞ্চি এবং উভয় পাশে তিনটি করে ছিদ্র রয়েছে। এগুলো আসামি নিজ হাতে বের করে পুলিশের হাতে তুলে দেয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শরীফ জানায়, তার সহযোগী শেখ সরীফ রায়হান সিরাজী ওরফে রাসেল (পিতা-মোসলেম উদ্দিন মাস্টার), পাঠানটেক গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসীর তথ্যে জানা যায়, শরীফ ও রাসেল দীর্ঘদিন ধরে বিদেশি পিস্তল ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, ভয় দেখানোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা এলাকায় এক প্রকার আতঙ্কের সৃষ্টি করেছিল।
এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা নং-৩৯, তারিখ ১৮/১০/২০২৫, ধারা ১৯(এ) দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮-এ মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত শরীফ আহমেদকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খুব দ্রুত অভিযান পরিচালনা করি। গাজীপুর জেলা পুলিশ সুপার স্যারের সার্বিক দিকনির্দেশনা এবং কালিয়াকৈর-শ্রীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
আমরা জানতে পারি, আসামি শরীফ আহমেদ দীর্ঘদিন ধরে বিদেশি পিস্তল নিয়ে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। শ্রীপুর থানার প্রতিটি পুলিশ সদস্য এখন অপরাধ নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ। পলাতক আসামি রাসেলকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অস্ত্র উদ্ধার ও অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করা হবে।
স্থানীয় সূত্র জানায়, শরীফ ও তার সহযোগীর গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। বহুদিন ধরে তারা বিদেশি অস্ত্র নিয়ে আধিপত্য বিস্তার ও ভয়ভীতি প্রদর্শন করছিল বলে অভিযোগ রয়েছে।