ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

দুর্যোগে স্থিতিস্থাপক সমাজ গড়তে ঢাকায় বৈশ্বিক আলোচনা

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১২:৪৫ এএম

উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় পরিবর্তনশীল বিশ্বে স্থিতিস্থাপকতা গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে সোমবার এই আয়োজন করে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (এ-প্যাড)।

সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য ছিল, ‘পরিবর্তনশীল বিশ্বে স্থিতিস্থাপকতা গড়ে তোলা: উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনা।’

অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ, জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন তাকাহাশি নাওকি। তিনি বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনায় জাপান সরকারের সহযোগিতার ধারাবাহিকতা তুলে ধরে বলেন, ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও স্থিতিস্থাপক সমাজ গড়তে সরকার, সুশীল সমাজ ও আন্তর্জাতিক সংস্থার সমন্বিত উদ্যোগই সময়ের দাবি।’

সিআইএসের নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা স্বাগত বক্তব্যের মাধ্যমে সিম্পোজিয়ামের উদ্বোধন করেন। এ-প্যাডের সিনিয়র উপদেষ্টা নবুতাকা মিয়াহারা দক্ষিণ এশিয়ায় এ-প্যাডের কার্যক্রম উপস্থাপন করেন।

এ ছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডা. মো. জিল্লুর রহমান দুর্যোগ মোকাবিলায় পুলিশের ভূমিকা তুলে ধরেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদ সরকারি নীতিমালা ও সংকট ব্যবস্থাপনার অভিজ্ঞতা শেয়ার করেন।

সেশনে আরও বক্তব্য দেন প্রফেসর কাজী কামরুজ্জামান, চেয়ারম্যান, সিআইএস; মিস তাহেরা আহসান, নির্বাহী পরিচালক, জেবিসিসিআই; প্রফেসর ড. মহিনুজ্জামান, চেয়ারম্যান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; এবং ড. তাসনীম আরিফা সিদ্দিকী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ-প্যাড সদস্য দেশগুলোর প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, এনজিও, জাইকা, সুশীল সমাজের প্রতিনিধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা খাতের বিভিন্ন বিশেষজ্ঞ।