ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

স্বর্ণময়ীর ‘আত্মহত্যা’

সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি ২৪৩ নাগরিকের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১২:৫০ এএম

আনুষ্ঠানিকভাবে সম্প্রতি যাত্রা করা অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’-এর কর্মী স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোলের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্তসহ তিনটি দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ২৪৩ জন নাগরিক। তাদের মধ্যে লেখক, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকেরা রয়েছেন।

তাদের দাবিÑ যথাযথ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে আইনের মুখোমুখি করতে হবে। ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষের ভূমিকা ও অবহেলা তদন্তের আওতায় আনতে হবে। এ ছাড়া কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা, সম্মান ও ন্যায্যতা নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের দাবি করেছেন তারা।

ঢাকা স্ট্রিমের গ্রাফিকস ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃতদেহ গত শনিবার রাতে ধানমন্ডির পপুলার হাসপাতাল থেকে উদ্ধার করা হয় বলে জানান তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান। ২৮ বছর বয়সি ওই তরুণী আত্মহত্যা করেছেন বলেই স্বজন ও পুলিশের ধারণা।

তবে কেউ কেউ তার মৃত্যুর পেছনে অনেকাংশে দায় দেখছেন তিনি যেখানে কাজ করতেন, সেই সংবাদমাধ্যমের শীর্ষ এক কর্তা আলতাফ শাহনেওয়াজের; যার বিরুদ্ধে ‘যৌন নিপীড়ন’, ‘বাজে আচরণের’ মতো গুরুতর অভিযোগ এনেছিলেন স্বর্ণময়ীসহ ২৬ কর্মী।

গতকাল মঙ্গলবার ২৪৩ নাগরিকের পক্ষে বিবৃতিটি সংবাদমাধ্যমে পাঠিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং কবি ও সাংবাদিক গিরীশ গৈরিক।

বিবৃতিতে যারা সম্মতি জানিয়েছেন, তাদের মধ্যে আছেনÑ কবি নির্মলেন্দু গুণ, আইনজীবী জেড আই খান পান্না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল বায়েস, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জোবাইদা নাসরীন, অধ্যাপক সামিনা লুৎফা, অধ্যাপক কামরুল হাসান মামুন ও অধ্যাপক কাবেরী গায়েন, কথাসাহিত্যিক নাসরীন জাহান।