রাজধানীর হাতিরঝিলে চলন্ত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশায় আগুনের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশায় থাকা এক দম্পতি ও তাদের সন্তান অল্পের জন্য প্রাণে রক্ষা পান। গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাতিরঝিলে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, অটোরিকশাটি সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে আব্দুল্লাহপুরের উদ্দেশে যাচ্ছিল।
অটোরিকশার চালক মাজহারুল ইসলাম জানান, হঠাৎ একটি শব্দ হওয়ার পরই গাড়িতে আগুন ধরে যায়। দুই মিনিটের মধ্যেই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তখন সবাই যে যার মতো লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পান। স্বামী-স্ত্রী ও তাদের একটি বাচ্চা ছিল, তারা লাফিয়ে পড়ে সামান্য আঘাত পেলেও প্রাণে বেঁচে যান।

