চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় জেল থেকে বের হওয়ার দুই দিনের মাথায় আকবর নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আকবর (৩৫) সম্প্রতি একটি মাদক মামলায় দুই মাসের সাজাভোগ শেষে গত বুধবার মুক্তি পান।
পরিবারের সদস্যদের দাবি, স্থানীয় সন্ত্রাসীদের চাঁদাবাজির জেরে এ হত্যাকা- ঘটেছে। তবে পুলিশ বলছে, মোটরসাইকেলের পথরোধ নিয়ে বাগবিত-ার জেরে হত্যাকা-ের এই ঘটনা ঘটেছে।
নিহতের ভাই মারুফ বলেন, ‘রাত ৯টার দিকে সোহেল ও তার সহযোগীরা আমার কাছে চাঁদা চাইতে আসে। এ সময় বাগবিত-ার এক পর্যায়ে তারা আমার ভাই আকবরকে বাড়ির সামনে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। আশপাশে লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, মিনহাজুল ইসলাম ওরফে ‘মার্ডার সোহেল’র নেতৃত্বে স্বেচ্ছাসেবকদল নেতা মীর কাসেম, সালমান ও আজিজুলসহ কয়েকজন মিলে এ হামলা চালায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (পশ্চিম) হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, ‘মোটরসাইকেলের পথরোধ নিয়ে বাগবিত-ার জেরে হত্যাকা- ঘটেছে। প্রধান অভিযুক্ত সোহেল ও আরমান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ এখনো চাঁদাবাজির কোনো প্রমাণ পায়নি।’

