ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১

সিলেট ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০১:০৩ এএম

সিলেটে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ভিডিওচিত্রে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া বেশির ভাগ নেতাকর্মীর মুখে কালো মাস্ক ও মাথায় হেলমেট ছিল। প্রায় ১৫-২০ জনের অংশগ্রহণে আয়োজিত ওই মিছিলে স্লোগান ওঠে- ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। ব্যানারে লেখা ছিল: ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’।

মিছিলে নেতৃত্ব দেন সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেন (রাহি) ও যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশ। মিছিল শেষে দুজনই তাঁদের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন। দেলওয়ার হোসেন লেখেন, ‘অনেক দিন পর আবারও সিলেটের রাজপথে।’ এ বিষয়ে গতকাল শনিবার সকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও পুলিশের নজরে আসার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।’