বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গত ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কিডনি রোগ ও শারীরিক নানা জটিলতা নিয়ে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হলে গায়িকার উন্নত চিকিৎসার জন্য গত বুধবার ৯ জুলাই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়।
বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ফরিদা পারভীনের উন্নত চিকিৎসা চলছে। একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পীর শারীরিক অবস্থার সর্বশেষ জানতে তার স্বামী গাজী আবদুল হাকিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘এখন আগের থেকে একটু ভালো আছেন। ডাক্তাররা সারাক্ষণ দেখছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’
ফরিদা পারভীনের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে হাসপাতালের সিনিয়র এক্সিকিউটিভ আমিনুল ইসলাম গতকাল দুপুরে বলেন, ‘তিনি আগের চেয়ে ভালো আছেন। তাকে আজ (গতকাল) বিকেলের দিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। তিনি কথাও বলতে পারছেন।’
আপনার মতামত লিখুন :