আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অটিজমে আক্রান্ত এক তরুণের জীবন এগিয়ে নেওয়ার সংগ্রামের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘আলী’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। পর্দায় তিনি এক বাকপ্রতিবন্ধী তরুণ আলীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি অটিজমেও আক্রান্ত। তার বোন- রশ্মির চরিত্রে অভিনয় করেছেন মেলিতা মেহজাবিন অর্পা।
জানা গেছে, পাঁচটা সিনেপ্লেক্সে প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। দ্বিতীয় সপ্তাহে আরও প্রেক্ষাগৃহ বাড়ার কথা রয়েছে। তার মধ্যে রয়েছে ঢাকার চারটি এবং বগুড়ার একটি সিনেপ্লেক্স। সিনেপ্লেক্স পাঁচটি হচ্ছে বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, সনি স্কয়ার ও মম ইন মুভি থিয়েটার।
তরী মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। এই চলচ্চিত্র ভাই-বোনের মর্মস্পর্শী সম্পর্ক, সমাজের নির্মম বাস্তবতা এবং ব্যক্তিগত আত্মত্যাগের এক অসাধারণ গল্প তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। ট্রেলার ও পোস্টারে নজর কেড়েছে ইরফান সাজ্জাদ ও অর্পা।
আলী চরিত্র নিয়ে সাজ্জাদ বলেন, ‘পুরো সিনেমায় সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলেছি। শুটিংয়ের চার মাস আগে থেকেই সব কাজ বন্ধ রেখে চরিত্রের প্রস্তুতি নিয়েছি। শুধু ভাষা নয়, যারা অটিজম নিয়ে কাজ করেন, তাদের সঙ্গেও সময় কাটিয়েছি। এই সিনেমার গল্পটা অন্যরকম। এমন গল্প দর্শকের সামনে আনতে পেরে আমরা আনন্দিত। আশা করছি, আমার চরিত্রটি দর্শকের মনে দাগ কাটবে।’
এটি মেলিতা মেহজাবিন অর্পার দ্বিতীয় চলচ্চিত্র। এরই মধ্যে তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে তার অভিনয়ে হাতেখড়ি মাত্র ৬ মাস বয়সে, জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কালাকৈতর নাটকে।
সিনেমাটি নিয়ে অর্পা বলেন, ‘অভিনয় আমার রক্তে। বলা যায়, ভালোবাসা-নেশা। জন্মের পর থেকেই দেখেছি বাবা-মা ও ভাইকে অভিনয় করতে। রশ্মি চরিত্রটি একটু ভিন্ন টাইপের। এখানে আলী ও তার বোন রশ্মিকে ঘিরেই সিনেমার কাহিনি এগিয়ে যায়। আশা করছি, দর্শকদের সিনেমাটা ভালো লাগবে।’
সিনেমাটিতে ‘সাজু মামা’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শওকত সজল। নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘সাজু মামা এমন এক চরিত্র, যাকে বুঝতে হলে হৃদয় দিয়ে দেখতে হয়। তিনি বলেন না, বোঝান; তিনি দেখান না, অনুভব করান। এমন চরিত্র আজকের সমাজে দুর্লভ।’
সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, কাজী হায়াৎ, মিশা সওদাগর, ক্রিশ্চানো তন্ময়, সাইফুল ইসলাম, সুমন, নোমিরা, মো. ইকবাল প্রমুখ।
ক্যামেরা সহকারী হিসেবে যাত্রা শুরু হয়েছিল বিপ্লব হায়দারের। এরপর নাম লেখান নির্মাণে। ছোট পর্দা থেকে তিনি বড় পর্দায় এসেছেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘ভয়াল’। ২০২৩ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। দ্বিতীয় সিনেমা ‘আলী’।