ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চলচ্চিত্রে রুনা খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৮:৪৩ এএম

রঙিন পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে অচিরেই দ্বিতীয় সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। সিনেমার নাম দিয়েছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান। এতে তিনি অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে। প্রথমবারের মতো চিত্রনায়িকার চরিত্রে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে রুনা খান দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, অনেক দিন ধরেই সিনেমাটি নিয়ে আলাপ হচ্ছিল। নির্মাতা আলী জুলফিকার জাহেদী গল্পটা শোনালে আমার ভীষণ ভালো লাগে। এরপর চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হই। এই সিনেমায় আমি অভিনয় করব একজন চিত্রনায়িকার ভূমিকায়। একজন শিল্পীর বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের বাসনা থাকে। বিশেষ করে যেসব চরিত্রে বাস্তবতার ছোঁয়া থাকে, তাতে কাজ করতে ভালোবাসি। সবসময় এমন চরিত্রের অপেক্ষায় থাকি। এই সিনেমার চরিত্রটিও তেমন।

তিনি আরও বলেন, চলচ্চিত্র : দ্য সিনেমার গল্পের মূল ফোকাস থাকবে নায়িকার পর্দার বাইরের জীবন। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদেরকে সবাই পর্দায় দেখে। কিন্তু তাদেরও ব্যক্তিগত জীবন আছে। সেই জীবনের গল্প তুলে ধরা হবে এই সিনেমায়। প্রথমবারের মতো নায়িকা চরিত্রে অভিনয় করব। খুব আগ্রহ নিয়ে সিনেমাটির অপেক্ষা করছি। আশা করছি, ভালো কাজ হবে। চরিত্রটি ঠিকঠাক ফুটিয়ে তুলতে আমার শতভাগ চেষ্টা থাকবে। দর্শকদের ভালো লাগলে কাজটি সার্থকতা পাবে।

এ প্রসঙ্গে নির্মাতা জুলফিকার জাহেদী বলেন, পর্দার বাইরেও নায়িকাদের ব্যক্তিগত জীবন থাকে। সেটি তুলে ধরা হবে এই সিনেমায়। আগামী শীতে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।

এদিকে, রুনা খান অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে তিনটি সিনেমা। মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’। অনেক আগেই সিনেমাগুলোর নির্মাণকাজ শেষ হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, আলী জুলফিকার জাহেদী পরিচালিত প্রথম সিনেমা ‘কাগজ’ ২০২২ সালে মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন। সিনেমাটি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ ভারতের বিভিন্ন আন্তর্জাতিক ফেস্টিভ্যালে পুরস্কৃত এবং মনোনীত হয়।

এ ছাড়া শতাধিক গানের গীতিকবি আলী জুলফিকার জাহেদী, তার সৃজনশীল কাজের মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে ভারতীয় মুভি প্রোডিউসার অ্যাসোসিয়েশন (ওগচচঅ) এবং ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের (ওঋঞউঅ) আজীবন সদস্যপদ লাভ করেন। নির্মাণ করেছেন নাটক ও মিউজিক ভিডিও।