ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশি তরুণীর সাহসিকতায় ভারতে তিন পাচারকারী গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৯:১৭ এএম
হায়দরাবাদে বাংলাদেশি তরুণীর অভিযোগে মানবপাচার চক্র ভেঙে পড়ে। ছবি- সংগৃহীত

পাচার হয়ে ভারতে গিয়ে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য হওয়া এক বাংলাদেশি তরুণী হায়দরাবাদ পুলিশের কাছে আশ্রয় নিলে, মানবপাচার চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হয়। তার অভিযোগের ভিত্তিতে ভারতের হায়দরাবাদ পুলিশ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে।

ওই তরুণীর অভিযোগের পরপরই গত (৮ আগস্ট) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিনজন হলেন- হাজেরা বেগম, শাহনাজ ফাতিমা ও সমীর।

পুলিশ জানিয়েছে, প্রায় ছয় মাস ধরে পাচারকারীদের খপ্পরে ছিলেন ওই তরুণী। সুযোগ পেয়ে তিনি পুলিশের কাছে আশ্রয় চান। এরপর পুলিশ মেহদিপট্টনম এলাকার একটি ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে আরও তিন তরুণীকে উদ্ধার করে।

তদন্তে জানা গেছে, তরুণীদের প্রথমে সীমান্ত পেরিয়ে নৌপথে কলকাতায় আনা হতো। এরপর ট্রেনে করে পাঠানো হতো হায়দরাবাদে। চাকরির প্রলোভন দেখিয়ে তাদের দেহব্যবসায় বাধ্য করা হতো। বৈধ কাগজপত্র না থাকায় ভয় দেখিয়ে তাদের ওপর মানসিক ও শারীরিক চাপ প্রয়োগ করত চক্রের সদস্যরা।

উদ্ধারকৃত তরুণীদের বর্তমানে রেসকিউ হোমে রাখা হয়েছে। এ ছাড়া চক্রের আরও দুই সদস্য- রূপা ও সরোয়ার, এখনো পলাতক। তাদের ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, এই পাচারচক্রের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। মূলত দরিদ্র তরুণীদের টার্গেট করে প্রতারণার ফাঁদে ফেলে এই নৃশংস চক্র।