ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ইসরায়েল যুক্তরাষ্ট্রের আশ্রিত রাজ্য নয়: নেতানিয়াহু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৩:৪৮ পিএম
জেডি ভ্যান্সের সঙ্গে নেতানিয়াহু। ছবি- সংগৃহীত

ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো আশ্রিত রাজ্য নয় বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২২ অক্টোবর) গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের আগে একথা বলেন তিনি। এ সময় ইসরায়েল নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম বলে মন্তব্য করেন নেতানিয়াহু।

নিজ কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমরা যুক্তরাষ্ট্রের কোনো প্রটেক্টরেট (আশ্রিত রাজ্য) নই। ইসরায়েল নিজেই নিজের নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

নেতানিয়াহু বলেন, আমরা ইসরায়েলে কোনো ভাসাল (কারও অধীনস্ত বা নিয়ন্ত্রিত) রাষ্ট্র চাই না, আর ইসরায়েল তেমন কিছু নয়ও। আমরা চাই অংশীদারিত্ব, মিত্র।

তিনি আরও বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের নির্দেশে কাজ করছে বলে যে ধারণা রয়েছে তা ভুল। এক সপ্তাহ বলা হয় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, পরের সপ্তাহে বলা হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, দুটোই বাজে কথা।

এদিকে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স স্বীকার করেন, শান্তির পথে এখনো অনেক বড় বাধা রয়ে গেছে। বৈঠক শেষে নেতানিয়াহু ও ভ্যান্স একসঙ্গে বলেন, ইসরায়েল কোনো ‘মার্কিন ক্লায়েন্ট রাষ্ট্র’ নয়। বরং ওয়াশিংটনের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে।