অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক অপ্রত্যাশিত রেকর্ডে নাম লেখালেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।
অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার পর ওয়ানডে ক্রিকেটে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ১৮টি ‘ডাক’ (শূন্য রানে আউট)-এর অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক এখন কোহলি।
৩০৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথমবার পরপর দুই ইনিংসে রানের খাতা খুলতে ব্যর্থ হলেন ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটার। সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি ৮ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন, আর দ্বিতীয় ওয়ানডেতে জ্যাভিয়ার বার্টলেটের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৪ বল খেলেন।
কোহলির এই রেকর্ডের আগে যৌথভাবে ১৭টি করে ‘ডাক’ নিয়ে তালিকার শীর্ষে ছিলেন রোহিত শর্মা, বাংলাদেশের লিটন দাস এবং জিম্বাবুয়ের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন টেইলর।
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করতে নেমে জাভিয়ার বার্টলেটের অফ-স্টাম্পের কাছে আসা বল ফ্লিক করতে গিয়ে মিস করেন কোহলি এবং এলবিডব্লিউ হন।
আম্পায়ার আউট দেওয়ার পর তিনি রিভিউ না নিয়েই প্যাভিলিয়নে ফেরেন। তবে তার এই ব্যর্থতার পরেও অ্যাডিলেডের দর্শকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।