ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ফরিদা ফারহানার কথায় বিটিভির ‘মালঞ্চ’তে গাইলেন তানজিনা রুমা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৮:৪৫ এএম

বাংলাদেশের সংগীতাঙ্গনের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিনা রুমা বিটিভির ‘মালঞ্চ’ অনুষ্ঠানে প্রচারের জন্য নতুন একটি মৌলিক গানে কণ্ঠে দিয়েছেন। গানটি লিখেছেন ফরিদা ফারহানা। গানটির সুর সংগীত করেছেন দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। এরইমধ্যে বিটিভিতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। তানজিনা রুমা এর আগেও বিটিভিতে বহু মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন।

তবে ‘মালঞ্চ’ অনুষ্ঠানে এবারই তিনি ফরিদা ফারহানার লেখা কোনো গানে কণ্ঠ দিয়েছেন। তানজিনা রুমা বলেন, ‘ফরিদা ফারহানার লেখা গানটির কথা আমার খুব ভালো লেগেছে। আর শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চ্যাটার্জি দাদা বাংলাদেশের একজন কিংবদন্তি সুরকার সংগীত পরিচালক। তিনি মনকাড়া সুর করেছেন। আমি চেষ্টা করেছি গীতিকার সুরকারের যে চাওয়া সেই চাওয়াকে প্রাধান্য দিয়ে গানটি মনের মতো করে গাইতে। জানিনা কতোটা ভালো গাইতে পেরেছি। তবে আশা করছি গানটি শ্রোতা দর্শকের ভালোলাগবে।’