বাংলা নাটক ও চলচ্চিত্রের অত্যন্ত প্রভাবশালী একজন অভিনেতা বড়দা মিঠু। তার প্রকৃত নাম মাহমুদুল হাসান মিঠু। তবে অভিনয়ের দুনিয়ায় সবাই ভালোবেসে তাকে বড়দা মিঠু নামে ডাকেন। বৈচিত্র্যময় অভিনয় কারিশমা দেখিয়ে তিনি ভালোবাসা পেয়েছেন দর্শকেরও। ছোট-বড় দুই পর্দায়ই তিনি সমান সাবলীল।
চলচ্চিত্রের পাশাপাশি বড়দা মিঠু ব্যস্ত আছেন নাটকে। সম্প্রতি তার অভিনীত তিনটি নতুন ধারাবাহিক নাটক প্রচারে এসেছে। নাটকগুলো হচ্ছে কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রতিদিনের ধারাবাহিক ‘রূপনগর’, রুমান রুনির পরিচালনায় বৈশাখী টিভিতে ‘গিট্টু’ ও চ্যানেল এস-এ শাওন মাহবুবের ‘৬৯ ব্রাদার’।
তিনটি ধারাবাহিক কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জানিয়ে বড়দা মিঠু রূপালী বাংলাদেশকে বলেন, ‘ভিন্ন ভিন্ন তিনটি চরিত্রে ধারাবাহিকগুলোতে আমাকে দেখা যাবে। গল্পেও ভিন্নতা আছে। পরিবার নিয়ে দেখার মতো তিনটি গল্প। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
এই অভিনেতা দুই পর্দায় কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে ভার্চুয়াল জগতের অশ্লীল ওয়েব সিরিজ নিয়ে তার আপত্তি আছে। এ প্রসঙ্গে বড়দা মিঠুর বক্তব্য, ‘যা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, সেটি আমি কখনোই করব না। অন্যদেরও করা উচিত নয়। আমাদের আশপাশে অনেক ভালো ভালো গল্প আছে, যা চাইলেই আমরা সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারি।’
বর্তমানে বাংলাদেশি নাটকও নায়ক-নায়িকা নির্ভর হয়ে গেছে। তাই নির্মাতাদের পারিবারিক গল্পের প্রতি জোর দেওয়া উচিত বলে মনে করেন বড়দা মিঠু।
বড়দা মিঠু অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনতাজুর রহমান আকবার পরিচালিত ‘আয়না’সহ বেশ কয়েকটি সিনেমা। এ ছাড়া নিয়মিত একক নাটকে অভিনয় করছেন তিনি। বেশ কয়েকটি একক নাটক প্রচারের অপেক্ষায় আছে।