ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বাংলাদেশ বেতারে ফরিদা ফারহানার নতুন গান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৮:৩০ এএম

বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন বিভাগে গীতিকবি ফরিদা ফারহানার লেখা ‘এত দাম চাঁদের আলোর’ শিরোনামের নতুন আধুনিক গান সম্প্রতি রেকর্ড হয়েছে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন খ্যাতিমান সুরকার ও সংগীত পরিচালক দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী চম্পা বণিক।

গানটি সম্পর্কে শিল্পী চম্পা বণিক বলেন, ‘গানের কথায় গভীরতা রয়েছে, আর সুরটি খুবই ক্লাসিক ঘরানার। অনেক দিন পর এমন একটি গান গেয়ে সত্যিই ভালো লেগেছে। বাংলাদেশ বেতার আমার কাছে সবসময়ই এক বিশেষ আবেগের জায়গা।’

সংগীত পরিচালক দেবেন্দ্রনাথ চ্যাটার্জি বলেন, ‘সুর করার সময় থেকেই মনে হয়েছিল, গানটি চম্পা বণিকের কণ্ঠেই সবচেয়ে ভালো মানাবে। গানটির কথা বেশ ব্যতিক্রমধর্মী, প্রচলিত ধারার বাইরে।’

গীতিকবি ফরিদা ফারহানা বলেন, ‘দেবেন্দ্রনাথ চ্যাটার্জি অত্যন্ত গুণী একজন মানুষ। তার সুরে আমার লেখা একাধিক গানের কাজ করার সুযোগ হয়েছে। তিনি সবসময় খুব আন্তরিকভাবে কাজ করেন। এই গানটিও তার ব্যতিক্রম নয়। দেবেন্দ্রনাথ চ্যাটার্জি আন্তরিকতা দিয়ে সুর ও সংগীত করেছেন, আর চম্পা বণিক সত্যিই মনপ্রাণ ঢেলে দিয়ে গানটি গেয়েছেন।’

উল্লেখ্য, ফরিদা ফারহানা নিয়মিত বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জন্য গান লিখছেন। পাশাপাশি তিনি এফএ মিউজিক স্টেশনের ব্যানারে একাধিক গানের কাজ করছেন। সম্প্রতি তার লেখা গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, লুইপা, তানজিনা রুমা, হুমায়রা বশির, অপু আমান ও বাবুল রেজা প্রমুখ।