ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ভিত্তিহীন খবরে বিব্রত প্রভা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৮:৩৩ এএম

ভ্রমণপিয়াসু ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে যান এই অভিনেত্রী। ভ্রমণে কখনো তার সঙ্গী থাকেন পরিবার আবার কখনো একাই বেরিয়ে যান তিনি। সেই মুহূর্তগুলো মাঝে মধ্যে ভক্তদের সঙ্গে ভাগ করেন প্রভা।

কয়েক মাস আগেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন তিনি। যুক্তরাষ্ট্র থাকাকালীন সাফল্যের মুকুট ভারি করতে মেকআপ নিয়ে একটি শর্ট কোর্স করেছিলেন। সে খবর যদিও পুরোনো। তবে তা নিয়ে এখনো বিড়ম্বনার শিকার হতে হয় তাকে। সম্প্রতি খবর রটেছে, যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রভা। পেশা হিসেবে বেছে নিয়েছেন মেকআপ। এমন ভিত্তিহীন খবরে বিব্রত এই অভিনেত্রী।

যে কারণে দ্বিতীয়বারের মতো ফেসবুক লাইভে এসে জানান, তিনি ঢাকাতেই অবস্থান করছেন। লাস্যময়ী এই সুন্দরী অভিনেত্রী বলেন, ‘আসলে আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। এই অন্যায় নিজের সঙ্গে হলেও কেন জানি প্রতিবাদ করতে পারি না। কখনো এটা শিখিনি। আমাকে ঘিরে কিছু ভুল তথ্য ছড়িয়েছে। যে কারণে সবার উদ্দেশ্যে এই বার্তা। মাঝে মধ্যে ফেসবুকে ভক্তদের সঙ্গে আমার চিন্তা ভাবনা এবং পছন্দের কিছু জিনিস ভাগ করি। যে লেখা ভালো লাগে সেটা শেয়ার করি। তা দিয়ে অনেকেই নিউজ করে ফেলে, যেটা আমি পছন্দ করি না। তা ছাড়া সেসব নিউজে থাকে ভুল তথ্য। যে কারণে সামাজিক ভাবে আমাকে চাপে পড়তে হয়। এগুলো করা উচিত নয়।’

প্রভা বলেন, ‘২০০৭ সালে থেকে আমি অভিনয় পেশাতে আছি। তখন এই ভিউ ব্যবসা ছিল না। আমার স্ট্যাটাস নিউজ আকারে আসতো না। শুধুমাত্র কাজের নিউজ আসত। চরিত্র ও সহশিল্পী নিয়েই সেসময় নিউজ হতো। আমার কাছে সেটাকেই নিউজ মনে হয়। অভিনয়ের দক্ষতার জন্য মানুষ আমাকে চিনে-জানে। দর্শকরা আমাকে অনুপ্রেরণা দেয়। শুধু আমার কাজের ব্যাপারে নিউজ হলেই ভালো লাগবে। স্ট্যাটাস নিয়ে নিউজ না করাই ভালো। নিউজে বলা হয়েছে, আমি দেশে নেই। তাদের জন্য বলতে চাই- আমি ঢাকাতেই আছি। ঘুরতে গেলেই থেকে যাব এবং একটি কোর্স করলেই সেটা পেশা হিসেবে বেছে নেব সেটা তো বলা ঠিক না। যে তথ্য জানেন না সেটা জেনে নিন।’

যোগ করে তিনি আরও বলেন, ‘এখন আমি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আমি শুধুমাত্র একটি মেকআপ নিয়ে শর্ট কোর্স করেছি। এ ছাড়া মেকআপে আমার কোনো অবদান নেই। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট তাদের মানুষকে জানান। আমার শখ থেকে মেকআপ শেখা। আর এখন প্রত্যেকেই মেকআপ করতে পছন্দ করেন। সেই জায়গা থেকে আমারও শেখা।’

আগামীর ভাবনা নিয়ে প্রভা বলেন, ‘ভবিষ্যতে সুযোগ হলে হয়তো একটা পার্লার দেব। কারণ, আমি ঘুরে আর পোশাক কিনে টাকা শেষ করে ফেলি। যদি আামার কাছে যথেষ্ট টাকা হয় তখন একটা ব্যবসা দেওয়ার চেষ্টা করব। পার্লার খুললেই যে মেকআপ আর্টিস্ট হয়ে যাব তা কিন্তু নয়। যেমন দুটি নাটক করলেই অভিনেত্রী হওয়া যায় না। তেমনি একটি কোর্স করলেই মেকআপ আর্টিস্ট হওয়া যায় না। সবকিছু এত সহজ না। কেউ ভুল তথ্যগুলো দয়া করে দেবেন না। এতে আমি বিব্রত হই। জনেজনে বলতে ইচ্ছা করে না আমি কোথায় আছি। এটা আমার ব্যক্তিগত বিষয়। যতটুকু জানাই ততটুকু আসলেই ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

প্রভা দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন শোবিজ ইন্ডাস্ট্রিতে। এই সময়ের মধ্যে অভিনয়গুণে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে প্রশংসিত হয়েছেন দর্শকমহলে। সম্প্রতি একটি প্রতিষ্ঠান কোনো অনুমতি ছাড়াই প্রভার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের বিজ্ঞাপন প্রচারের কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেন প্রভা। দেন ফেসবুকে স্ট্যাটাসে।

প্রভা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি থেকে কোনো সার্ভিস নেইনি তিনি। তাদের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্কও নেই। ঘুরতে গেলে আমি নিজের টাকাতেই যাই। এরপরও আমার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ডিং করছে। এটি একদমই অনৈতিক।’

আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার করে প্রতিষ্ঠানটিকে সাবধান করার কিছুক্ষণ পরই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করে প্রতিষ্ঠানটি ভুল স্বীকার করেছেন বলে প্রভা জানিয়েছেন। 

দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়েছেন প্রভা। পছন্দমতো গল্প ও চরিত্র পেলেই এখন নাটকে দেখা মেলে তার। শিগগিরই একটি সুখবর দেবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তবে তা নিয়ে আপাতত বলতে নারাজ প্রভা।