নিজের সুরেলা কণ্ঠ দিয়ে গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করে যাচ্ছেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী। পেশাগতভাবে গানের ভুবনে তার যাত্রা শুরু ২০১৭ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে পড়াশুনার পাশাপাশি গানে গানেই শ্রাবণীর এগিয়ে চলা। পড়াশোনা করছেন বিশ^ভারতীতে হিন্দুস্তানী ক্ল্যাসিক্যাল মিউজিক বিষয়ে। শ্রাবণী এরই মধ্যে তার কণ্ঠকে সিগনেচার ভয়েজ হিসেবে প্রায় প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তার গান শুনলেই বোঝা যায়, এটা শ্রাবণী সায়ন্তনীর গান।
গান করছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে ‘ভুল মানুষ’ শিরোনামের আরও একটি গান। গানটি লিখেছেন ও সুর করেছেন দেলোয়ার আরজুদা শরফ। নতুন গান এবং আগামীর স্বপ্ন প্রসঙ্গে শ্রাবণী বলেন, ‘খুব ছোটবেলায় আমার বাবা গণেশ মোহন্তর কাছেই আমার গানে হাতেখড়ি। এরপর আরও অনেক ওস্তাদের কাছে তালিম নেওয়া হয়েছে। এখন বিশ^ভারতীতে হিন্দুস্তানী ক্ল্যাসিক্যাল মিউজিক বিষয়ে পড়াশুনা করছি। বহু সাক্ষাৎকারে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম কিংবা সাবিনা ইয়াসমিন ম্যাডামকে বলতে শুনেছি, গানে আসলে চর্চা বা অধ্যবসায়ের বিকল্প নেই। আমি কথাটি মাথায় রেখেই গানের ভুবনে পথ চলছি।’