দেশের পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধি, কাজের পরিবেশের উন্নতি এবং অন্যান্য দাবিতে প্রায়ই বিক্ষোভ, ধর্মঘট ও সড়ক অবরোধের মতো কর্মসূচিতে অংশ নেয়। গার্মেন্টস কর্মীদের সঙ্গে ঘটে যাওয়া বাস্তব এসব ঘটনা নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে একটি টেলিফিল্ম। নাম ‘গার্মেন্টস বন্ধ’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী আব্দুন নূর সজল, আহমেদ সাব্বির রোমিও এবং জান্নাতুন নূর (মিম)। এটি নির্মাণ করেছেন কামরুল হাসান ফুয়াদ।
এ টেলিফিল্মের মাধ্যমে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও। এতে শ্রমিক নেতার চরিত্রে তিনি অভিনয় করেছেন। রোমিও টানা এক বছর জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। রোমিও বলেন, ‘সমসাময়িক বাস্তবতা নিয়ে নির্মিত এ টেলিফিল্মে ফুটে উঠেছে মালিক-শ্রমিকের বৈষম্যের কাহিনি। এখানে একজন শ্রমিক নেতার চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আশা করি, টেলিফিল্মটি দর্শকদের কাছে ভালো লাগবে।’ টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন, সিয়াম নাসির, নায়সা হাসান সায়বিন, জাকির রুবেল, জিহাদ হাসান সায়বিন, সালাউদ্দিন, জুম্মন, শামীম রেজা, বাদশা, রাসেল আহমেদ প্রমুখ। জানা গেছে, আগামী শুক্রবার বিকেল ৩টায় চ্যানেল আইয়ের পর্দায় টেলিফিল্মটি প্রচারিত হবে।