শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০১:৩৩ এএম

৩ বছর পর নীরবে প্রেক্ষাগৃহে ‘ফেরেশতে’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০১:৩৩ এএম

৩ বছর পর নীরবে প্রেক্ষাগৃহে ‘ফেরেশতে’

দুই বাংলার দর্শকের হৃদয়ের কাছের অভিনেত্রী জয়া আহসান এবার হাজির হচ্ছেন এক ভিন্ন চরিত্রে। বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ফেরেশতে’ অবশেষে বড় পর্দায়। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর আজ দেশের প্রেক্ষাগৃহে প্রচারণা ছাড়াই সিনেমাটি নীরবে মুক্তি পাচ্ছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে কোনো এক অদৃশ্য কারণে তা এক সপ্তাহ পিছিয়েছে। তবে পূজার আমেজে সিনেমাটি মুক্তি পাওয়ায় প্রেক্ষাগৃহে বাড়তি উৎসবমুখরতা তৈরি হবে বলেই আশা করছে নির্মাতা ও প্রযোজনা টিম।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সিনেমা মূলত সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। এই গল্পে আছে সংগ্রাম, আছে বঞ্চনা, আছে টিকে থাকার লড়াই, আর আছে মানবিকতার অদম্য শক্তি। নির্মাতা সিনেমাটির শুটিং করেছেন একেবারে বাস্তব লোকেশনে যেখানে আলো-ঝলমল সাজসজ্জার পরিবর্তে ধরা দিয়েছে নিখাদ বাস্তবতা।

সিনেমাতে জয়াকে দেখা যাবে এক সুবিধাবঞ্চিত নারীর চরিত্রে, যিনি প্রতিকূল পরিস্থিতির মাঝেও সাহস আর শক্তি নিয়ে লড়ে চলেন। চরিত্রটি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের দেশের প্রান্তিক মানুষের ভেতরে যে অদম্য সাহস রয়েছে, সেই সত্যিকারের চরিত্রকেই আমি পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছি। শুটিংটা ছিল ভীষণ চ্যালেঞ্জিং, তবে পুরো টিমের সহযোগিতায় কাজটি সুন্দরভাবে শেষ করতে পেরেছি।’

‘ফেরেশতে’-এর অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সুমন ফারুক। তার চরিত্রে ধরা দিয়েছে এক সাধারণ মানুষের অন্তর্গত শক্তি, যিনি সমাজের অসংগতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ান। এই অভিনেতা বলেন, ‘আমরা যেমন বিদেশি সিনেমা দেখে তাদের সংস্কৃতি জানতে পারি, তেমনি ‘ফেরেশতে’ আমাদের সমাজ-সংস্কৃতির ভিন্ন একটি গল্প বিশ্বদর্শকের সামনে তুলে ধরেছে। বিদেশে অসাধারণ সাড়া পেয়েছি। এখন চাই, দেশের মানুষও সিনেমাটি দেখে গর্বিত হোক।’

অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনার দায়িত্বটিও কাঁধে তুলে নিয়েছিলেন সুমন। প্রযোজক হিসেবেও তিনি সিনেমাটির মানবিক বার্তাকে গুরুত্ব দিয়েছেন। তার মতে, ‘ফেরেশতে’ কেবল একটি সিনেমা নয়, বরং প্রান্তিক মানুষের অজানা কাহিনিকে তুলে ধরা এক অনন্য শিল্পভাষ্য।

নির্মাণের পর থেকেই ‘ফেরেশতে’ ঘুরে বেড়িয়েছে বিশ্বের নানা উৎসবে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে জাতীয় পুরস্কার জিতেছে। ২০২৪ সালের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও প্রদর্শিত হয়েছিল এটি। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে। বিদেশে ব্যাপক করতালি কুড়ানোর পর এবার বাংলাদেশের দর্শকের সামনে হাজির সিনেমাটি।

জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর মুমিত আল-রশিদ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!