আমি আশা ছেড়ে দিয়েছিলাম। ধরে নিয়েছিলাম কখনো যাওয়া হবে না। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দেখলাম দর্শকেরা আমাকে মিস ইউনিভার্সের মঞ্চে দেখতে চায়। তাই ভালোবাসার মানুষদের জন্য কিছু করতে যাচ্ছি- এক দমে কথাগুলো বললেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ তানজিয়া জামান মিথিলা।
গেল ১৮ সেপ্টেম্বর তিনি এ খেতাব অর্জন করেন। তারপর থেকে বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন না দীর্ঘাঙ্গিনী এ মডেল। আসছে নভেম্বরে থাইল্যান্ডে ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
২০২০ সালেও মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন মিথিলা। কোভিড- ১৯ পরিস্থিতির জন্য অংশগ্রহণ করা হয়নি। ফের সুযোগ এসেছে বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার।
মিথিলা রূপালী বাংলাদেশকে বলেন, ‘কয়েক মাসের মধ্যে নতুন একজন মেয়েকে প্রস্তুত করার সম্ভাবনা কম। সবাই পারফেক্ট হয় না। আমাকে প্রস্তুতির জন্য আটটি কোর্স করতে হচ্ছে। ধারাবাহিক একটি চর্চার মধ্যে থাকতে হবে। প্রতিযোগিতায় অনেকের চেয়ে পারফেক্ট থাকতে হবে।’
নিজের লক্ষ্য কী জানতে চাইলে মিথিলার উত্তর, ‘আমি মুকুট নিয়ে লড়তে চাই। দেশের জন্য মুকুট নিয়ে আসতে চাই। জিততে চাই।’
মিথিলাকে নিয়ে কিছু মানুষ সমালোচনা করছেন। সমালোচকদের প্রসঙ্গে এই মডেল বলেন, ‘সমালোচনা থাকবেই। তার চেয়ে প্রশংসা বেশি পেয়েছি। অল্প কিছু মানুষ নেতিবাচক কথা বলছে। আমি সেসব নিয়ে ভাবতে চাই না। ইতিবাচক আমেজ নিয়ে এগিয়ে যেতে চাই।’
মিথিলা দীর্ঘদিন ধরে শোবিজের সঙ্গে জড়িত। বিউটি পেজেন্টের সঙ্গে যারা জড়িত তাদের ভালোবাসাও পাচ্ছেন তিনি। তার ভাষ্য, ‘বিউটি পেজেন্ট কমিউনিটি আমার পাশে আছে। প্রতিনিয়ত তাদের সহযোগিতা পাচ্ছি। আমি অনেক কষ্ট করেছি। নিজেকে ভেঙেছি। বড় একটি দায়িত্ব কাঁধে নিয়েছি। যারা আমার পাশে আছে তাদের উদ্দেশ্যে বলব, আমার মুকুট চাই। মিথিলার জন্য ভোট চাই।’
উল্লেখ্য, ‘রোহিঙ্গা’ শীর্ষক একটি বলিউডের সিনেমায় অভিনয় করেছেন মিথিলা। ন্যান্সি ফ্রিডম্যান স্টুডিওতে একটি কোর্সও করেছেন অভিনয় নিয়ে। মিস ইউনিভার্সের ব্যস্ততা শেষে ফের অভিনয়ে ব্যস্ত হবেন তিনি।