ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

সেরা পরিচালক মুক্তি মাহমুদ

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১২:৪২ এএম

ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫-এর সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন মুক্তি মাহমুদ। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী। তিনি পুরস্কার পেয়েছেন ডকুমেন্টারি ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার’-এর জন্য।

পুরস্কার পেয়ে তিনি বলেন, ‘এই পুরস্কার যেন কেবল ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং সব পরিশ্রমী চলচ্চিত্রকর্মীরও স্বীকৃতি। এই পুরস্কার একজন নির্মাতার জীবনে স্বপ্নপূরণের দলিল।’ তিনি একাধারে নাট্যকার, প্রযোজক, অভিনয়শিল্পী এবং নির্মাতা। তার ক্যারিয়ারে রয়েছে শতাধিক বিজ্ঞাপনচিত্র, ডকুমেন্টারি, নাটক ও টেলিফিল্ম। কাজ করেছেন আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে দেশের নানা প্রতিষ্ঠানের সঙ্গে।