ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ধর্মেন্দ্র এখন স্থিতিশীল

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০২:৪২ এএম

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের তীব্র সমালোচনা করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী। সম্প্রতি কয়েকটি অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়Ñ ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নাকি আশঙ্কাজনক। এমনকি প্রকাশ হয়েছে মৃত্যুর খবরও।

এই খবর ছড়িয়ে পড়তেই হেমা মালিনী সরাসরি মুখ খুলেছেন। তিনি এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছেন, ‘কিছু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া ধর্মেন্দ্রর অসুস্থতা নিয়ে সম্পূর্ণ মিথ্যা খবর ছড়াচ্ছে। অনুগ্রহ করে এই ধরনের ভুয়া সংবাদে বিশ্বাস করবেন না। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং ভালোভাবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করতে চাইÑ ধর্মেন্দ্র এখন স্থিতিশীল আছেন। আমরা তার দ্রুত আরোগ্যের জন্য আপনাদের ভালোবাসা ও দোয়া কামনা করছি।’

৮৮ বছর বয়সি ধর্মেন্দ্র গত সপ্তাহে হালকা শ্বাসকষ্টের কারণে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা জানান, বয়সজনিত কারণে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে, তবে ভয় পাওয়ার কিছু নেই।

ধর্মেন্দ্রর সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, যেখানে তিনি জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। হেমা মালিনী ও ধর্মেন্দ্রর একসঙ্গে থাকা, প্রেম ও জীবনের গল্প বলিউডের ইতিহাসে আজও কিংবদন্তি হয়ে আছে।