ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

বাবা হারালেন কাজী শুভ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:২৬ এএম

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভর বাবা কাজী শাহ আলম মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগে গতকাল শনিবার মৃত্যুবরণ করেছেন। এদিন বাদ এশা বরিশালের গৌরনদী উপজেলায় দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুভর বাবার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়েছে। কাজী শুভর বাবা কাজী শাহ আলম বিজেএমসি কর্মকর্তা ছিলেন।

দীর্ঘদিন ধরেই বৈচিত্র্যময় ধাঁচের গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন কাজী শুভ। ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ কিংবা ‘মন পাঁজরে’ গান দিয়ে সহজেই নিজেকে চিনিয়েছিলেন এই গায়ক। কণ্ঠ দেওয়ার পাশাপাশি শুরু থেকেই সুর করছেন শ্রোতাপ্রিয় এই সংগীতশিল্পী।

অডিওতে তার গাওয়া ও সুরের অনেক গানই শ্রোতাপ্রিয় হয়েছে। ফোক গানে রয়েছে তার বিশেষ গ্রহণযোগ্যতা। পাশাপাশি বরিশালের আঞ্চলিক ভাষার গানেও তিনি নিজেকে আলাদাভাবে পরিচিত করেছেন।

সম্প্রতি প্রথমবারের মতো সিনেমার গানে তিনি কণ্ঠ দিয়েছেন। সোয়াইবুর রহমান রাসেলের পরিচালনায় ‘নন্দিনী’ সিনেমার জন্য তিনটি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি একইসঙ্গে গানগুলোতে সুরও করেছেন তিনি।