ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

একমঞ্চে গাইলেন লিজা-মিতালী

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:২৭ এএম

এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা স্টেজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গানে গানে শ্রোতা-দর্শককে মুগ্ধ করছেন এই গায়িকা। সর্বশেষ গত শুক্রবার সিলেটের বিমানবন্দর রোডে অবস্থিত ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’-এ আয়োজিত এক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিনি। যথারীতি লিজা তার কণ্ঠে মৌলিক গান গাওয়ার পাশাপাশি দর্শকের অনুরোধের গানও গেয়েছেন।

তবে লিজা মঞ্চে উঠে গাইবার আগে সিলেটের স্থানীয় শিল্পী মিতালী দাসও গানে গানে শ্রোতা-দর্শককে মুগ্ধ করেছেন। মিতালী শুরুতে কয়েকটি আধুনিক গান গাওয়ার পর মরমী কবি হাছন রাজা, বাউল সম্রাট শাহ আবদুল করিম ও ধামাইল গানের প্রবর্তক লোককবি, সাধক কবি রাধা রমন দত্তের গানও পরিবেশন করেন।

লিজা বলেন, ‘এবার সিলেটে গিয়ে ভীষণ ভালো লেগেছে। সত্যি বলতে কী সিলেট গেলে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। তবে আরেকটু সময় নিয়ে এলে ভালো হতো। কারণ শো শেষে তো এলে ঢাকায় ফিরে যাওয়ার তাড়া থাকে। একটু সময় নিয়ে ঘুরতে পারলে ভালো লাগত। আর মিতালীর গান আমি শুনেছি, বেশ ভালো গায়। তার জন্য শুভকামনা।’

মিতালী বলেন, ‘কী ভীষণ অমায়িক, বিনয়ী-হাস্যোজ্জ্বল একজন শিল্পী লিজা আপু। তার পারফরম্যান্স এককথায় অসাধারণ ছিল। তার গান শুনে আমি ভীষণ মুগ্ধ। আরও বেশি ভালো লাগার ছিল যে, তিনি যে মঞ্চে মুগ্ধতা ছড়িয়েছেন একই মঞ্চে আমারও গাইবার সুযোগ হয়েছে। আমি একজন সত্যিকারের শিল্পীই হওয়ার স্বপ্ন দেখি। আগামীতে শুধু সিলেটে নয়, দেশের আনাচে-কানাচেÑ দেশের বাইরেও গানে গানে মুগ্ধতা ছড়ানোর স্বপ্ন দেখি।’

এদিকে, লিজা আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে এবং ৩১ ডিসেম্বর বগুড়াতে স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন। অন্যদিকে, মিতালী বিপ্রদাস ভট্টাচার্যের কাছে অর্ধযুগ ধরে উচ্চাঙ্গ সংগীতে তালিম নিচ্ছেন। শেষ করেছেন বাংলাদেশ শিশু একাডেমি, শিল্পকলার কোর্সও। তার প্রকাশিত মৌলিক গানের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আমার প্রিয় যায়’। এ ছাড়াও আরও বেশকিছু গান ইউটিউবে প্রকাশিত আছে।