রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা পরিষদ সভাকক্ষে দুই দিনব্যাপী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকিউল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মাহমাদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহাব এবং রাজশাহী মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন। এ ছাড়া জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এ. কে. এম আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের রাজস্ব বাজেটের আওতায় এবারের শিক্ষাবৃত্তির আওতায় এসএসসি/সমমান পর্যায়ের ২১৩ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে এবং এইচএসসি/সমমান পর্যায়ের ২৬৩ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে চেক বিতরণ করা হচ্ছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জেলা পরিষদ প্রতি বছর এ ধরনের শিক্ষাবৃত্তির আয়োজন করে আসছে।