ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

অটোচালককে মারধরের অভিযোগে বিএনপি নেতার সদস্য পদ স্থগিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৭:১০ এএম
ছবি- সংগৃহীত

জামালপুরের মেলান্দহে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে মারধরের অভিযোগে গাজী রাশেদুজ্জামান মশিউর নামে এক বিএনপি নেতার সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করেছে উপজেলা বিএনপি। 

সোমবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

গাজী রাশেদুজ্জামান মশিউর মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং উপজেলার মালঞ্চ এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন অটোরিকশা চালককে মারধর এবং প্রতিবাদ করায় অপর একজন সাধারণ নাগরিককে লাঞ্ছিত করার ঘটনার প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করায় গাজী রাশেদুজ্জামান মশিউরকে বিএনপির সদস্য পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে দলের সব কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়। তার আচরণ পর্যালোচনার পর ভবিষ্যতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানানো হয়।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে নয়াগর ইউনিয়নের মালঞ্চ বাজার থেকে মেলান্দহ রেল স্টেশনে যেতে এক অটোচালককে অনুরোধ করেন মশিউর। চালক যেতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করেন তিনি। এসময় উপস্থিত এক বৃদ্ধ ব্যক্তি বিষয়টি থামাতে গেলে তাকেও লাঞ্ছিত করেন মশিউর। ঘটনার খবর উপজেলা বিএনপিতে পৌঁছালে তারা তৎক্ষণাৎ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে গাজী রাশেদুজ্জামান মশিউর বলেন, কয়েকদিন আগে রেল স্টেশনে যাওয়ার জন্য এক অটোচালককে অনুরোধ করি। সে রাজি না হওয়ায় ধমক দিই। তখন পাশের এক রিকশাচালক আমার সঙ্গে কথা কাটাকাটি করে ধাক্কা দেয়, আমিও তাকে ধাক্কা দিই। ঘটনা এটুকুই। এরপর দলীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন আমি সেই সিদ্ধান্তকে সম্মান জানাই।

মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু বলেন, ঘটনার সত্যতা যাচাই করে দলের ভাবমূর্তি রক্ষায় গাজী রাশেদুজ্জামান মশিউরকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে এবং সাময়িকভাবে সদস্য পদ স্থগিত করা হয়েছে।