ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা চালক-হেলপার নিহত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০১:৫৪ এএম

যশোরের মণিরামপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। গতকাল  সোমবার সকালে মণিরামপুর পৌর এলাকার তেল পাম্পের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া থানার খলসি গ্রামের আইয়ুব খন্দকারের ছেলে ট্রাকচালক রাজু আহমেদ (৩২) ও বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ট্রাকের হেলপার ইরফান ওরফে মিন্টু (২৮)। স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে সড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৪৩৩৯) ওই ট্রাকের পেছনে  সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় চালক রাজু ও হেলপার মিন্টু ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে।  যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর ই আলম সিদ্দিকী জানান, মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার মারা গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।