ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বিএনপির কমিটি বিলুপ্ত পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০১:৫৯ এএম

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে মীর সেলিম ফারুককে আহ্বায়ক এবং এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সদস্যসচিব করা হয়েছে। মীর সেলিম ফারুক সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। আর এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক এবং নীলফামারী জেলা যুবদলের সভাপতি ছিলেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. সোহেল পারভেজ, সাবেক সহসভাপতি মোস্তফা হক প্রধান এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম।

কমিটি বিলুপ্তির বিষয়ে যুগ্ম আহ্বায়ক রেয়াজুল ইসলাম বলেন, ‘জেলা কমিটি বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটিগুলোও বিলুপ্ত হওয়ার কথা। তবে কেন্দ্রীয়ভাবে এখনো সে ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। সিদ্ধান্ত পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

দলীয় সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ জানুয়ারি ১৫১ সদস্যের জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে আ খ ম আলমগীর সরকার সভাপতি এবং জরুহুল আলম সাধারণ সম্পাদক ছিলেন। প্রায় সাড়ে পাঁচ বছর পর সেই কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলো।

সদ্য ঘোষিত আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, ‘দলকে গতিশীল করতে কেন্দ্র নতুন কমিটি দিয়েছে। এ নিয়ে দলে কোনো বিভক্তি নেই। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’