পর্চা জালিয়াতির অভিযোগে বরিশালের গৌরনদীতে দুই দলিল লেখককে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও ৫০০ টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তাদের এই শাস্তি দেওয়া হয়। দ-প্রাপ্তরা হলেন গৌরনদী সাব-রেজিস্ট্রি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক ও মধ্য হোসনাবাদ এলাকার মহসিন উদ্দিনের ছেলে মো. ইমন (৪০) এবং পিঙ্গলাকাঠী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মাহমুদ হাসান সজল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন বলেন, এক নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্ত দুই দলিল লেখককে অফিসে ডেকে আনা হয়। এ সময় তারা সাব-রেজিস্টার এবং দলিল লেখক সমিতির সভাপতির সামনেই ভুয়া পর্চা তৈরির দায় স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে জেল ও জরিমানা করা হয়েছে।