ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

খাগড়াছড়ির ধর্ষণের ঘটনায় রাঙামাটিতে বিক্ষোভ মিছিল

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০২:২৬ এএম

খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র সংগঠনগুলো। গতকাল শুক্রবার সকাল পৌনে ১১টায় রাঙামাটি শহরের কুমার সুমিত রায় জিমনেশিয়ামের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসংহতি সমিতির (জেএসএস) সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি কবিতা চাকমা।
বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক সুনীতি বিকাশ চাকমা, মারমা স্টুডেন্ট কাউন্সিল রাঙামাটি জেলা সভাপতি ক্যাসাইনু মারমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অন্তর চাকমা প্রমুখ।
সমাবেশের আগে সকাল সাড়ে ১০টার দিকে কুমার সুমিত রায় জিমনেশিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেকে রায় সড়ক, রাজবাড়ি, শিল্পকলা একাডেমি, কালিন্দীপুর, বিজন সরণি ও নিউ মার্কেট এলাকা ঘুরে আবার জিমনেশিয়ামে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, ‘দুই মাস আগেই বান্দরবানের থানচিতে একজন খেয়াং নারী ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। সেই ঘটনার বিচার আজও হয়নি। 

তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এদিকে, বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে এক বাঙালি চালিত অটোরিকশা ভাঙচুরের অভিযোগ উঠেছে পাহাড়ি ছাত্র পরিষদের বিরুদ্ধে। যদিও সংগঠনটির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।