সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নাচোল থানার ওসি মনিরুল ইসলাম, এসোডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, সাবেক সভাপতি জতিন হেমরম, বর্তমান সদস্য রঞ্জনা বর্মনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন গ্রাম থেকে আশা আদিবাসী নারী-পুরুষ।
গতকাল বেলা ১১টায় আদিবাসী একাডেমি চত্বর থেকে নাচোল আদিবাসী একাডেমি ও বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো ও গণস্বাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে শত শত আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহণে রংবেরঙের ফেস্টুন ও পতাকা হাতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিংয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি এসোডোর নির্বাহী পরিচালক রবিউল আলম তার বক্তব্যের মাঝে বলেন, আদিবাসীরা যাতে তাদের হারিয়ে যাওয়া জমি, শ্মশান ঘাট, ন্যায্য অধিকার ফিরে পাই তার জন্য এসোডো সরকারের সুদৃষ্টি কামনা করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন