ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

দুপুরে বাসায় গিয়ে খাওয়া নিষেধ কর্মকর্তা-কর্মচারীদের

যশোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৭:৫৪ এএম

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরে বাসায় গিয়ে খাবার খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে অফিসে প্রবেশকারীদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর লিখে প্রবেশের নিয়ম চালু করা হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী দুপুরে খাবারের জন্য কর্মকর্তাদের এক ঘণ্টা সময় নির্ধারিত। এ সময় নামাজ পড়ে কর্মস্থলেই খাবার খেয়ে পুনরায় দায়িত্বে ফেরার কথা থাকলেও অনেক কর্মকর্তা-কর্মচারী দুপুরে বাড়ি গিয়ে দেরি করে অফিসে আসছেন। এতে সেবা প্রত্যাশীদের দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে।

এ কারণে বোর্ড চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন- দুপুরে সবাইকে নিজস্ব খাবার নিয়ে এসে অফিসেই খেতে হবে। নিয়ম অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নিরাপত্তা জোরদারে অফিসে প্রবেশের সময় এখন থেকে খাতায় নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও কার কাছে যাচ্ছেন- তা লিখে স্বাক্ষর করতে হবে। এরপর আনসার সদস্য অনুমতি দিলে তবেই প্রবেশ করা যাবে।
যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান বলেন, সম্প্রতি অফিসে কয়েকটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে, যা নিরাপত্তা বিঘিœত করেছে। এজন্যই প্রবেশ রেজিস্ট্রারের ব্যবস্থা চালু করা হয়েছে।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোসাম্মাৎ আসমা বেগম বলেন, ‘অনেক কর্মকর্তা-কর্মচারী দুপুরে খাবারের জন্য বাড়ি গিয়ে আর সময়মতো ফেরেন না। এতে কাজের ব্যাঘাত ঘটে। তাই এখন থেকে সবাই অফিসে বসেই খাবেন।’