পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত এলাকার নদী থেকে মানিক হোসেন (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের সীমান্তের করতোয়া-সাও নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মানিক হোসেন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার রাতে ১৮-২০ জনের একটি দল উপজেলার শুকানী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গরু আনতে যায়। এ সময় গরু নিয়ে ফেরার সময় ভোররাত ওই দলকে বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে সবাই বাংলাদেশে ফিরে এলেও মানিকসহ চারজন নিখোঁজ হয়। এ ঘটনায় গতকাল সকালে সীমান্তের করতোয়া-সাও নদীর মিলনস্থল এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ, বিজিবি ও নিহতের পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।