ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

চূড়ান্ত হলো বাংলাদেশসহ বিশ্বকাপের ১৬ দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০২:৪৭ পিএম
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। ছবি- সংগৃহীত

তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের সবচেয়ে বড় মঞ্চ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এই আসর থেকে অনেক তারকা ক্রিকেটার উঠে এসেছেন। ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এই যুব বিশ্বকাপ এবার আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে।

১০ দলের পরিবর্তে ১৬টি দল অংশ নেবে, যা তরুণ প্রজন্মের ক্রিকেটারদের জন্য এক বিশাল সুযোগ।

নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগেই নিজেদের জায়গা নিশ্চিত করে রেখেছে। গত আসরে ভালো পারফর্মেন্সের সুবাদে সরাসরি সুযোগ পেয়েছে তারা।

তরুণ ক্রিকেটারদের নিয়ে গঠিত এই দলটি দেশের ক্রিকেটের ভবিষ্যৎ।

২০২৬ সালের বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া দলগুলো হলো- স্বাগতিক জিম্বাবুয়ে, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

এ ছাড়া, আঞ্চলিক বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে-

তানজানিয়া (আফ্রিকা)

যুক্তরাষ্ট্র (আমেরিকা)

আফগানিস্তান (এশিয়া)

জাপান (পূর্ব এশিয়া-প্যাসিফিক)

স্কটল্যান্ড (ইউরোপ)

এই ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। এরপর সুপার-সিক্স এবং সেমিফাইনাল-ফাইনালের মাধ্যমে শিরোপা নির্ধারিত হবে।