ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

সাফ নারী অনূর্ধ্ব-১৭

ভুটানে শিরোপার লক্ষ্যে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০২:৩১ পিএম
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৭ দল। ছবি- সংগৃহীত

আসন্ন সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে পাঁচ দিন আগেই ভুটানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের মেয়েরা এখন রাজধানী থিম্পুর আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

প্রধান কোচ পিটার জেমস বাটলার ছুটিতে থাকায় তার নির্দেশনা অনুযায়ী দলকে পরিচালনা করছেন সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু এবং আবুল হোসেন।

আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দলের ভুটানে পৌঁছানোর সময়সূচি এগিয়ে আনে।

টিম ম্যানেজার মাহমুদা আক্তার বলেছেন, দলের অবস্থা খুবই ভালো। আমরা মূলত এখানকার আবহাওয়া, বিশেষ করে এখানকার প্রচুর বৃষ্টি এবং তীব্র রোদের সঙ্গে মানিয়ে নিতেই আগে এসেছি। আশা করছি, ভালো কিছু হবে।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, নেপাল এবং স্বাগতিক ভুটান। লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই চ্যাম্পিয়ন হবে।

টিম ম্যানেজার মাহমুদা আক্তার জানান, স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার আগে কয়েক দিন আগে আসায় খেলোয়াড়দের জন্য সুবিধা হয়েছে।

তিনি বলেন, আমরা তিন-চার দিন আগে এসেছি, এতে খেলোয়াড়রা এখানকার পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারবে। প্রথম ম্যাচ স্বাগতিকদের সঙ্গে হওয়ায় আগে আসাটা আমাদের জন্য বাড়তি সুবিধা দেবে।

প্রথম দিনের অনুশীলনের পর খেলোয়াড় উম্মে কুলসুম বলেন, আমাদের লক্ষ্য শিরোপা জেতা। আজ প্রথম দিনের অনুশীলন কিছুটা কষ্টের হলেও সবাই ভালো পারফর্ম করেছে।

আমরা আশা করছি, এভাবে অনুশীলন চালিয়ে গেলে পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারব।

বাংলাদেশ তাদের শিরোপা জয়ের অভিযান শুরু করবে ২০ আগস্ট স্বাগতিক ভুটানের বিপক্ষে। এরপর ২২ আগস্ট ভারতের মুখোমুখি হবে এবং ২৪ আগস্ট নেপালের বিপক্ষে খেলবে।