জান্নাতুল ফেরদৌস শাপলা হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু থানা পুলিশ বা অন্যকোনো আইন-শৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তার না করায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। উপরন্ত আসামিরা মামলার বাদীকে মামলা তুলে নেয়াসহ জীবননাশের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় বাদী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
রবিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিহত জান্নাতুল ফেরদৌস শাপলার ছোট বোন সানজিদা আক্তার আভা এসব অভিযোগ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় তার মা লিপি সরকার তার পাশে ছিলেন। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৪ এপিল স্বামী শেখ রোমানের অমানবিক নির্যাতনে তার মেয়ে শাপলা নিহত হন। এঘটনায় নিহতের মা লিপি সরকার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে নিহত শাপলার বোন সানজিদা আক্তার আভা হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেন ,মামলাটি যাতে ভিন্নখাতে প্রবাহিত না হয়, সে ব্যাপারে তিনি পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।