ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বিরামপুরে ট্রেনে কাটা পড়া ব্যক্তির পরিচয় মেলেনি

‎বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ১২:৫২ পিএম
সীমান্ত এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু। ছবি- রূপালী বাংলাদেশ

‎দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে পরিচয়হীন এক ব্যক্তির ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে। রেলওয়ে হিলি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তাজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ রেললাইনের পাশে পড়ে ছিল।

‎পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ভোরে বিরামপুর স্টেশনে পৌঁছানোর আগে স্টেশন থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে, সেতু নম্বর ২৭৫ ও পিলার নম্বর ২৪৯ এলাকায় দুর্ঘটনা ঘটে।

‎উপপরিদর্শক তাজরুল বলেন, নিহত ব্যক্তি সম্ভবত হকার ছিলেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। নিহতের পরিচয় বের করার চেষ্টা চলছে এবং মৃতদেহ উদ্ধারকার্যক্রম চলমান।